Site icon আলাপী মন

প্রশ্ন

প্রশ্ন
-রীণা চ্যাটার্জী

 

যে শিশু জন্ম লভিল ধরায় শুভক্ষণে
পায়নি কোনো নতুন যাতনা জন্মক্ষণে
দেখেনি নতুন কিছুই সে মাতৃজঠরে
সে যে বিধাতার সৃষ্টি অবনীর ‘পরে

কোনো এক অমোঘ নিয়ম নীতি বিভেদিল
জগৎ সংসার তার পরিচয় লিপি লিখে দিল,
বংশকূল পিতৃপরিচয় বইবে সে জীবনভর
পেল না স্বীকৃতি তার মাতৃজঠর মাতৃক্রোড়

সমাজ বলবে তার স্থান কোথায় হবে
কোথা হতে কোন স্তরে ব্যপ্তি তার রবে,
পিতার অর্থ বিত্ত বলে দেবে তার স্থান
মাতার লালন পালন পাবে না তো মান।

এই সম্মান পাবে জেনো বাঞ্ছিত সন্তান।
যে শিশুটি ধরায় এলো সয়ে নির্যাতন?
ধিক্কারে ভরলো সমাজ তার জন্ম ‘পরে
অস্তিত্বের সঙ্কট তার মাতৃ গর্ভ ‘পরে!!

সমাজ দৃষ্টি দিল যে তার মাতৃজঠরে
হায়! তার জন্ম যে ক্ষুধা হয়ে পুরুষের
সে শিশু রাখে না দাবী পিতৃপরিচয়ে
পরিধি তার কলঙ্কিনী মাতৃ পরিচয়ে।

যে দিল কলঙ্ক সেই মা শিশুকে…
সমাজ কি চাইলো জানতে সেই পুরুষকে?
‘সর্ষের মধ্যে ভূত’ তাই পেলো প্রশয়…
পাবে না শিশুটি সমাজের সুস্থ আশ্রয়।

Exit mobile version