প্রতীক্ষা
-রুনু ভট্টাচার্য্য
মধ্যরাত্রে তোর ভাবনায় নির্বাসন
পাশে রাখা মোবাইলে ভেসে উঠে স্মৃতি।
আজো কল লিষ্টে তোর নাম্বারে প্রশ্ন সংকেত
হঠ্যৎ বুকের ভিতর অদ্ভুত অনুভূতি বেজে উঠে রিংটোন।
হাজারে কথার মাঝে বলতে চাওয়া ভালোবাসি
বোবারা যে ভাবে বুঝিয়েছে এতদিন।
আজ ডাইরির পাতায় কবিতা আমাকে ছুটি দিয়েছে
স্মৃতিরা চেয়েছে মুক্তি।
খুঁজেতে গিয়েছিলাম রিংটোনের মধ্যে কবিতার সংলাপ
বাজতে বাজতে অসহায় পড়ে মোবাইল।
স্মৃতিরা বাঁকা চোখে মৃদু হেসে নিশ্চিন্তে ঘুমায়
আমি আজো উত্তরের প্রতীক্ষায়…।
খুব সুন্দর