Site icon আলাপী মন

মনের বেদন

মনের বেদন
রীণা চ্যাটার্জী

চলছে চলুক জীবন যেমন
ছন্দ সুরের নাচন মাতন,
সবাই ভাবে আছে তো ‘বেশ’
মাতানো সুখের মনের আবেশ।
কেউ চায়না যে মনের হদিশ?
মন হলো আজ নিরুদ্দিশ…
ভুলতে যে চায় তোমায় সখা
হারাতে চায় আজ একলা ‘একা’।
একলা বাওয়া জীবন তরী..
দিনলিপি আর বইতে নারি,
জমছে মনে স্মৃতির পলি..
মন পাখী তুই হারিয়ে গেলি?
সুখের বাঁধন, মায়ার বাঁধন!
জাগায় মনে বেদন রোদন।
চিতার আগুন ,জ্যান্ত কবর
এরাই যে পায় মনের খবর।
রাত্রি কোলে দিন যে ফুরায়
সুখস্বপ্নের রেশ ও মেলায়…
রক্তে জাগে কিসের নেশা?
আসে না কেন বিবমিষা!!

Exit mobile version