চৈতি হাওয়া
-সোনালী মণ্ডল আইচ
এখনো বিচিত্র অনুভূতি ছড়ানো বাতাসে
বসন্ত যাই যাই করেও চৌকাঠে পা ঘষে
বিরহ ও নিস্তব্ধতার সহবাস ঝংকার
মিলেমিশে আশ্চর্য মধুর সাধু টঙ্কার ।
মাঝরাতের স্বপ্নরা পাখা মেলে উড়ান চায়
মৃদু হেসে যেতে যেতে হাত নাড়ায়
নিভৃতে লালিত সুখে একমুঠো বিশ্বাস
একবাটি জ্যোৎস্নায় দিল আশ্বাস ।
এখানে মাটি নেই নাছোড় ভালোবাসা
টবের মাটি আলতো শিকড় আঁকড়ে খাসা
মোমশিখা গলে শহীদ হয় তুলসী তলায়
আর জতুগৃহ প্রেম ধিকিধিকি জ্বলায় ।
কার্নিশে কার্নিশ ছুঁয়ে ভালোবাসে প্রতিবেশী
নাম না জানা শেওলাদের মুচকি হাসি
আত্মহননের তীব্র নেশায় এক্কা দোক্কা
হিম মৃত্যু ডাকে ইশারায় , করেনা তোয়াক্কা ।
দৃঢ় আলিঙ্গনে পরিশীলিত শুশ্রূষা ফেরায়
চিতার ক্ষিপ্রতায় বালাই দ্রুত পালায়
আলস্যের ধ্রুপদী মায়ায় স্থির ছায়াছবি
তার কাছে দিয়ে গেলাম অনিশ্চিতের চাবি…
অপুর্ব কবিতা