নিজস্ব ভাবনা
-শর্মিষ্ঠা শেঠ
বিত্তরা প্রাপ্তির সুখে
ভগবানে দেয় অর্ঘ্য ঢালি,
অর্থ,পেশী নাই যাদের
তারাও ডাকে ভগবান
কখনও চিৎকারে,কখনও বা গালি।
আমি বোধহয় ‘ নাই’ দের দলেই পড়ি
তাইত মাঝে মাঝে বিশ্বাসে চীড়,
অজানা আশংকা মিটাতে, নাই কানাকড়ি
চিত্ত থাকে সদাই অস্থির।
ভগবান বেটাও তাই, দেয়না ডাকে সাড়া
শুধু বলে, হবে সব ‘ একটু দাঁড়া ‘।
আর কবে হবে? জীবন ত শেষ,
ভগবান বলে ‘ আরো কিছু ভোগ কর’
জীবনের ক্লেশ।
অতি দুঃখে আমি হাসি
ধর্মের ব্যাখ্যা শুনে শুনে,
আর কত যুক্তি আছে
ভাবি মনে মনে।
বুঝলাম সম্পদের সুসম বন্টন
ভগবানের অভিধানে নেই,
বিত্তের আবাসে তার বাস
আমাদের প্রাপ্তি সুখ, শুধু উচ্ছিষ্টেই।