শেষ ঠিকানা
-সোমা বৈদ্য
আজ মন চাইছে বহু দূরে হারিয়ে যাই,
সেখানে গেলে আর কেউ ফিরে আসে না,
সেখানে নেই কোন কষ্ট, যন্ত্রণা,রাগ অভিমান।
বহু অপেক্ষার শেষ যেখানে,
তখন হয়তো ভুলেই যাবে আমায় কেউ যে ছিলো তোমার অপেক্ষায়।
জীবনে শেষ নিঃশ্বাসটুকু থাকাকালীন
কখনো দেখেছ বসন্তের শেষ বৃষ্টির চাতক কেমন অপেক্ষা করে এক ফোঁটা জলের।
ঠিক তেমনি এই হৃদয়ের স্পন্দনটা বন্ধ হওয়ার আগেও তোমায় খুঁজে ছিলো,
শুধু একটি বার দেখার জন্য শুধু একটি বার তোমার মুখে ভালোবাসা কথাটা শোনার জন্য।
চাতক যেমন বছরের পর বছর অপেক্ষা করে এক
ফোঁটা বৃষ্টির জলের,
আকাশ কি তা মনে রাখে কে কখন ঝড়ে গেলো বসন্তের শেষ ঋতুতে।
ক্রমে ক্রমে তুমিও যাবে আমায় ভুলে নতুন বসন্তের ফুলে নিজেকে সাজিয়ে নেবে,
চোখ ভরা জলে কত না প্রশ্ন জাগবে এ মন কত না স্বপ্ন দেখেছিলো?
এ কেমন স্বপ্ন আজ সে অনেক দূরে,
তবে এটা স্বপ্ন বোধ হয় স্বপ্ন নই অবেগ মাখানো মিথ্যা অনুভূতি।
সমুদ্রের স্রোতের মত আবার ফিরবে আসবে জানি,
তবে আজ হারিয়েছে অনেক কিছু কত আপন জন,
নতুন করে বাইবে তোমার খেয়া তরী আমি দূর খেকে দেখবো একা একাকী নির্জনে|
খুব ভাল লাগল।