তোকে বোঝানো যাবে না
-অমল দাস
তোকে বোঝানো যাবে না, আমি
কতটা যন্ত্রণা নিয়ে থাকি ।
তোকে বোঝানো যাবে না, রাতের অশ্রুতে
কতটা বালিশ ভিজিয়ে রাখি।
বোঝানো যাবে না কতটা স্বপ্ন,
রোজ তোকে নিয়ে গাঁথি।
বোঝানো যাবে না, তোকে ছাড়া
নিঠুর ভূবনে কিভাবে বেঁচে থাকি।
তোকে বোঝানো যাবে না,
কোন রাগে সুরে আসে চর্যাপদ ।
তোকে বোঝানো যাবে না ,কেন
তোর সামনেই থামে আমার সব পথ !
তোকে বোঝানো যাবে না,
দিনরাত্রির আলো আঁধারি খেলা।
তোকে বোঝানো যাবে না,
কেন বয়ে যায় আমার শেষ বেলা ।
তোকে বোঝানো যাবে না সে মুহূর্ত,
যখন তুই-আমাতে হয়েছিল প্রবল বৃষ্টি ।
তোকে বোঝানো যাবে না সেই অনুভূতি,
হয়েছিল যত নগ্ন শুভ দৃষ্টি ।
তুই বুঝিসনি আমায়, অবহেলিত
জীবনটা জটিল কিতাব্।
যেদিন উজান স্রোতে ফিরবি পথে
ছাই হবে সব হিসাব ।
*********