কবিতা

বলি

বলি
-আত্রেয়ী নন্দ

 

সূর্য তখনও ঘুমন্ত
বিসমিল্লাহ খাঁ পাড়া জুড়ে
ব‍্যস্ত সময়;
প্রজাপতি যজ্ঞের আয়োজন,
খুঁটি বাঁধা ছাগল
দিনভর আদরের আদিখ্যেতা।

 

সন্ধিক্ষণ ক্রমশ উপস্থিত
শরীরে লেপ্টানো বেনারস ঘরানা
চন্দনের স্টিচ ফাটা কপাল জুড়তে
সময়মতো হন্তারক উপস্থিত।

 

পাতার ফাঁকে শরীর ছুঁয়েছে দৃষ্টি
প্রজ্জ্বলিত বৈদিক অগ্নি;
সাত জন্মের গিঁটে আবদ্ধ
পলাতক মন পুরোডাশ,
হন্তারক রেডি – অন ইওর মার্ক সেট গো
রক্ত ঝরছে সিঁথি বেয়ে।

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page