খেলার পুতুল

খেলার পুতুল
-কল্যাণী ত্রিবেদী

 

খেলতে গিয়ে খেলার ছলে
খেলার পুতুল নিলে কেড়ে
কেমন করে খেলবো আমি
তাও দিলে না বলে আমায়
তাও দিলে না বলে

সামনে দেখি দুর্গম পথ
চলতেই নাকি হবে;
কেমন করে চলবো আমি
সঙ্গী পুতুল ছেড়ে…
তাও দিলে না বলে

দিন পরে দিন চলে যায়
নানান কোলাহলে…
দুঃখগুলি হতাশায় মুড়ে
লুকায় অন্তরালে.
এমনি করে কতোটা পথ
চলতে হবে মোরে?
তাও দিলে না বলে!
সকল আজ ত্যাগ দিয়েছি
সব বাঁধন ভুলে….
একলাই পথ চলবো আমি
তোমায় সঙ্গী পেলে
কেমন করে পাবো তোমায়
তাও দিলে না বলে
আমায় তাও দিলে না বলে!!

Loading

One thought on “খেলার পুতুল

Leave A Comment