এই বেশ ভালো আছি
-প্রদীপ মণ্ডল
একটা মেঘ ভেসে যায়
একটা রাত
একটা কলঙ্ক দাগ দেয় কালো আঁচড়
খুলে যায় নষ্ট সামাজিকতা
মেঘ বৃষ্টি ঝরায় ঝরিয়ে যায়
তবু দাগ থেকে যায়, থেকেই যায়…..
বৃষ্টি ঝরে অঝোর ধারায়
অন্ধকার আরো অনেক নিবিড় হয়
সেই যে সন্ধ্যা ছুঁয়ে ছিল পাখির কলকাকলিতে
মনের শুদ্ধতা বেয়ে
তার হদিস এখন অবান্তর
নিলাম হচ্ছে হাটে বাজারে রাস্তার মোড়ে
তবু তো ফাল্গুন আগুন রাঙিয়ে ধরে
হয়তোবা এভাবেই বেশ ভালো আছি, হয়তো…..