লজ্জা
-তমালী বন্দ্যোপাধ্যায়
তোরা নিজেদের “মানুষ” বলিস?
আর মানবধর্ম হেলায় ভুলিস!
মানুষের বেশে এই তোরা কারা?
হিংস্রতায় তোরা পশুদের সেরা!
এই পৃথিবীর স্নেহরসে বেঁচে আছে প্রাণ।
যা কিছু পেলি, সবই পৃথিবীরই দান।
তাও তোরা হিংসা হানাহানি করিস!
বিষবাষ্পে এই পৃথিবীর হৃদয় ভরিস!
ধর্মের নামে তোরা অধর্ম করিস।
জাত,বর্ণ নিয়ে তোরা কী ভীষণ লড়িস!
একদিন তো যাবিই চলে একলা সবই ফেলে।
এইক’টা দিন থাকিস না হয় হিংসা বিভেদ ভুলে।
কবে তোরা বুঝবি “মানুষ” কথার মানে?
হাতে হাত রাখবি মানুষেরই টানে??
বাস্তব লেখনী