কবিতা

দুই আমি

দুই আমি
-রূপকথা ঘোষ

 

বাইরের আমি ব্যস্ত
ঊষা থেকে নিশি অবধি
সচল জীবনের ধারায়।
তারই মাঝে জেগে ওঠে
অন্তরের আমি।
জীবনের ছন্দে ছন্দে
সৃষ্টির ছন্দ মিলে যায়।
ক্লান্তিকর একঘেঁয়ে
মুহূর্তে অন্তরে বেজে ওঠে
ললিতে রাগিনী,
তানসমূহ ঝরে পড়ে
মানসে,ভাবনা শুরু করে সৃষ্টি।
গুমোট দুপুরে মানসে বয়
ফাগুন হাওয়া।
মানস-নদে দোলা লাগে
কবিতার নাও বহে যায়।
ব্যস্ত সাঁঝে মানসে
জ্বলে ওঠে অগুনতি আলো,
বহে চলে স্বর্ণগঙ্গার ধারা-
ঝরে চুপিচুপি আলোর
রূপকথা মানসভূমিতে,
নান্দনিক কাব্য সৃষ্টি হয়।
নিশুতি রাতে মানসে জ্বলে
ঝিলমিল তারারা,
ছায়াপথ ধরে
ছুটে চলে কবিসত্তা।
হৃদয় লেখনী লেখে
জীবনের কবিতা।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page