অথঃ দ্রৌপদী কথা

অথঃ দ্রৌপদী কথা
-জয়া গুহ (তিস্তা)

 

অনির্বাণ!নমস্কার প্রতি নমস্কারের সৌজন্য আমাদের মধ্যে থাকার নয়
প্রথাগত সম্বোধন! নাঃ তার বৈধতা সমাজ দেয়না আমাদের
তাও ভাবতে অবাক হই এই সন্ধ্যার কথা
প্রজ্ঞাবান, বিদ্বান, কলমে যার ঝলসে ওঠে বিদ্রোহ কথা
নারীমুক্তি,নারীস্বাধীনতার বাকচাতুর্য বিস্ময় রেখে যায়
যার কালির আঁচড়ে প্রতিবাদ গর্জে ওঠে বস্ত্রহরণের আদি অকৃত্রিম নারী দ্রৌপদী কথার ঘৃণিত বর্বরতার বিরুদ্ধে
সে,সেই মহান ব্যক্তিত্ব যখন নিরাভরণ করছিল আমায়
একে একে ডেকে নিজ পরিচিতির বন্ধু-ব্যজস্তুতির পারিষদ
তুমি কেমন উদাসীন ভাবে লিখে যাচ্ছিলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
শোষণের বিরুদ্ধে,পরনারী কোলে নিয়ে বুভুক্ষু শিশু,রক্তাক্ত দাঙ্গায়
আহ!কি বীভৎস! ক্ষুরধার কলমে কালি কম পড়ে,শব্দ যেন কম না হয়
তুমি কবি নও,তুমি মহড়ায় শিক্ষা নাও চরিত্রের মনস্তুষ্টি বুঝে সাবলীল চলাফেরায়
বর্ম,অস্ত্র,শিরস্ত্রাণ কিছুই দাও নি যদি ঈশ্বর
নারী শরীরে আগুণের পসরা কেন?
অহঙ্কার ক্ষুণ্ণ হলে বস্ত্রহরণে পিছ-পা কেউই নয়
সভা ত্যাগ করার মত সাহসটুকুও যদি অর্জন করতে..
সমস্ত দায় স্বীকার করে, কলঙ্ক মিশিয়ে তোমার ঠোঁটে লিখে দিতাম অপূরণীয় ক্ষতিস্বরূপ লাল লিপস্টিকের তরতাজা অহঙ্কার
আমিও কেমন ভাবে শিখে নিলাম বস্ত্র উন্মোচনের কৌশল
বিপরীত পক্ষ প্রায় অন্তর্বাসের অবস্থায়
আশরীর ঢেকে নেওয়া নববধূ সাজ আমার তখনো একচুল ও এদিকওদিক নয়
দ্বিতীয় পুরুষে অভিরুচি নেই,প্রথমেও নয়
আমি মেয়েমানুষ,আমিই আমার রক্ষাকবচ, আমিই আমার পরিচয়
অনির্বাণ! এবার আর প্রেমিক নয়,একটু পুরুষ হয়ে উঠে নারী ঠোঁটে এঁকে যেও সুরক্ষার বীজমন্ত্র।

Loading

6 thoughts on “অথঃ দ্রৌপদী কথা

  1. অসাধারণ, খুবই বলিষ্ঠ ,বেশ ঝাঁকিয়ে দেওয়া লেখা!!!!

  2. মনোগ্রাহী রচনা ! গভীর ভাবে চিত্তাকর্ষক !

Leave A Comment