অযাচিত
-প্রদীপ মণ্ডল
একটা মন চায় একা একা
গাছের ছায়া আর শাড়ির আঁচল
একান্তে একটা শরীরী মত্ততা
দুচোখ ভরা ঢেউ প্রতিদিন
চৈতালী তোমার উষ্ণতা ছোঁয়
ঘামে ভেজা শরীরের লাবন্য আর গন্ধ।
মাঝে মাঝে অস্থিরতা জাগে—
দিনেদুপুরে দাঁড়কাক, জনপথ ট্রেন-বাস
নিঝুম রাত চাঁদের আলো নীল স্বপ্ন
কোলাজে নেমে আসে শ্রাবনী মায়া।
একটা প্রেম প্রেম গন্ধ ছড়াচ্ছে
সারিসারি গাছ পাশাপাশি বসে
রংধনু ক্রমশ বিবর্ণ পথ আঁকে।