কবিতা

চেনা তুমি

চেনা তুমি
-পাপিয়া ঘোষ সিংহ

 

তোমাকে আজ বড় অচেনা লাগে,
তোমার সাথে আছি তো দীর্ঘ সময়,
যেদিন প্রথম দেখেছিলাম তোমায়–
তুমি ছিলে সম্পূর্ণ অচেনা,
তবুও মন বলেছিল তুমি আমার।
তোমার দৃষ্টিতেও ছিল সে প্রশ্রয়।

 

আমার এলোমেলো স্বপ্ন, অগোছালো আবদার,
আমার অনুরাগ সবকিছু ছিল
তোমার মানসপটে আঁকা ছবি ,
তোমার ভালোবাসা আমাকে করেছিল গরবিনী,
আমার তুমিময় জীবনে আজও পড়েনি ছেদ
তুমি কেমন বদলে গেলে !!!
গুটিয়ে নিলে নিজেকে
নিজের চারপাশে তৈরি করলে বলয় ।

পাশে থেকেও তুমি আজ অধরা ,
একদিন আমার কন্ঠধ্বনি তোমার প্রাণে
সুরের ঝংকার তুলত,দূরীভূত হোতো ক্লান্তি,
আজ সেই তোমার সময় নেই আমার কথা শোনার,
এক‌ই শয্যায় থেকেও আমাদের দূরত্ব যোজন খানেক ।

আমি তো আগের মতোই তোমাকে ভালোবাসি,

আমি নদী হয়ে তোমার সাগর বক্ষে বিলীন হ’তে চাই,
আমার প্রেমের উষ্ণতায় গলাতে চাই
তোমার বরফ কঠিন হৃদয়।
থেকোনা অচেনা ,সেই তোমাকে ফিরিয়ে দাও
আমার একান্ত আপন তোমাকে।।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page