Site icon আলাপী মন

বঙ্গ নারী

বঙ্গ নারী
-কল্যাণী ত্রিবেদী

 

সাতদিনের কামাই, মায়া এলো নাতো কাজে
ভাবি নিশ্চিত কিছু ঘটনা ঘটে গেছে বাজে!
মায়ার সাথে মায়ার বরের হয়েছে মারামারি,
কোমড় ভেঙ্গে মাটিতে খায় গড়াগড়ি…
বরের সাথে মায়া করেছে আজ আড়ি,
ভাত দেবেনা ঠিক করেছে মুখ করেছে ভারী
আহাঃ বঙ্গ নারী!
বর বাবাজী পাছে ঘোরে ভাতটি খাবার লোভে
ছেলে মেয়ের ভীষণ শাসন,’ ভাত দেবে না ওকে,
মারের কথা কি তোমার মনে নেইকো মোটে?’
মায়ার মনে ভীষণ ব্যথা, চোখে আসে জল…
এমনি যদি হয় মানুষটা বাঁচবে কতকাল?
ভরসা করে মায়াদেবী ভাত বেড়ে দেয় তাকে
ছেলে মেয়ের ভয়ে মায়া মুখ লুকিয়ে রাখে,
আমায় এসে কেঁদে বলে ‘আমি কি যে করি?’
আমি হাসি, হেসে বলি ‘ঠিক করেছিস’
ওহেঃ বঙ্গ নারী।

Exit mobile version