Site icon আলাপী মন

হে পুরুষ! মনে রেখো, আমি নারী

হে পুরুষ! মনে রেখো, আমি নারী
-শিবানী গুপ্ত

 

 

তোমরা যারা দম্ভভরে পুরুষত্ব
জাহির করো,
নারীর সমান স্নেহ–মমতা
কখন কি দেখাতে পারো!
নিজেকে নারী দেয় জ্বালিয়ে
সুগন্ধী ধুপেরই মতো,
বিনিময়ে পুরুষ তোমরা তাদের
মর্য্যাদা কি তারে দাও ততো?

সেবায় নারী মাত্র মতন
মমতায় –সে বোন
বিছানায় –তোমার বিলাসসঙ্গী
বহুরূপী নারীর গুণ!
পুরুষ! তোমার তৃষ্ণা অসীম
আনপথে ধায় –বারম্বার
নারীস্বাভিমানী বড়োঅভিমানী
বুকেতে তার–পাষাণভার!
তোমার ত’রে নারীর অবদান
যাপিত জীবনভর,
বিনিময়ে কি দিলিরে পুরুষ
লজ্জা নাইকো তোর?
বিবেকদোরে তালা দিয়ে
ঘুরিস   যেথা খুশি
নারী বুনে  নকশিকাঁথা
শীতার্ত রাতে বসি।

স্বপ্ন পুড়ে খাঁক হয় তার
পুরুষ! তোমার জন্য
মান-জ্ঞান-হুঁশে ফিরবে কবে ?
প্রশ্নটা  সেজন্য।
নারী শুধুই নয়কো পুতুল
কলের মতন নড়বে,
আজকের নারী–বহ্নি সমতুল
মর্য্যাদার জন্য লড়বে।

নারীশুধু নয়কো দাসী-নয়কো
শয্যাসঙ্গিনী,
নয়কো সে ভগিনী
নয়কো শুধু জননী
নয়কো কেবল ঘরনী।
দিতে হবে নারীকে তার প্রাপ্যসম্মান

পুরুষ! তুমি মনে রেখো আমি নারী

আমি বিবর্তন আনতে পারি।

Exit mobile version