Site icon আলাপী মন

আবহমান

আবহমান
-সোনালী মণ্ডল আইচ

 

অনুভবে খানিকটা আগুন থাক
টিমটিম জ্বলুক পলতে জুড়ে
গোধূলির রক্তরঙে পাখিরা ফিরুক
নীড়ে ওম নিতে

সন্ধ্যামালতি পাপড়ি দিক মেলে
বৃদ্ধাশ্রম দুঃখ ভোলার প্রতিজ্ঞায়
একলা চলার শপথে অপ্রকাশিত
অতৃপ্ত গল্পের সাজ

সব হারানো রাংতার ফাঁক-ফোকড়ে
উদ্বেগজনক রহস্য খেলার মত
“কুমির তোমার জলকে নেমেছি”
চকমকি পাথরের লোভে

জল থই থই পায়ে
শীত শীত ভালোলাগার কাঁপন
টানটান চাদরে জলচৌকির রাত
জাগা সুরেলা গান …

Exit mobile version