একটি ভাবনা তোমাকে নিয়ে
-রুনু ভট্টাচার্য্য
যখন ঐ সুপ্রসারিত নীল আকাশ
দূরের মৃত্তিকাকে চুম্বনে ব্যস্ত,
আর পাশাপাশি রেললাইন দুটি,
সীমাহীন ভাবে ছুটে চলেছে অজানার স্রোতে।
তখন আমি জানালার পাশে,
ঘাপটি মেরে পড়ে আছি ভীষণ জ্বরে।
আর তোমার কথা মনে পড়ছে
মুহূর্তে কয়েকশো বার।
যখন সুচারু চিত্রকুশলী তার দক্ষ হাতে,
স্নেহময়ী মোনালিসা’র জীবন
একে চলে ঘন্টার পর ঘন্টা।
আর পাহাড়ের চূড়া থেকে ‘জ্যাক এণ্ড জীল’
এর মতো পা পিছলে পঙ্গু হয়ে যায়
জীবনের যত স্বপ্ন।
তখন আমি বদ্ধ কফিনে চির নিদ্রায়
প্রস্তুতি নিতে তৈরী।
আর তোমার মনে পড়েছে নিমেষে হাজার মাইল।
যখন একঝাঁক দৈত্যাকার মেঘ
নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ে চাঁদের ওপর।
আর লুট করে নিতে চায় তার সবকিছু।
ঠিক তখন যদি দুঃস্বপ্ন ছেড়ে,
জানালার বাইরে দেখো ধূধূ অন্ধকার
যেন আমি চির নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছি।
আর এখনও তোমাকে মনে করছি লক্ষ কুইন্টাল।