
আমার শব্দরা
আমার শব্দরা
-অমল দাস
রাখলাম হয়তো আর হবে না !
বা হয়তো আমি পারছি না
কেবল গুটি কয়েক শব্দ মাথায় ঘুরপাক খায়,
তা দিয়ে কি আর সাতসমুদ্রে কাব্য ব্যপ্তি হয় ?
কিছু পরিযায়ী দেশ হতে দেশ তেপান্তরে
আমার শব্দেরা একটি পাতাতেই নড়েচড়ে ,
কিছু বিজ্ঞানী সর্বদেশের গতি পালটায়
কিছু শব্দেরা বদলাতে পারেনা আমায় ।
গুটি কতক সন্ত্রাসী …
বারংবার দেশের শান্তি নষ্ট করে চলে ,
কিছু শব্দ আমার মধ্যে বিষ্ফোরণ ঘটাতে পারেনা!
তারা সকলেই জড়তার কবলে।
কিছু দস্যুবৃত্তির মানুষ সমাজটা লুটে খায়
দেশের পুঁজি কিছু ধনীর পকেটে রপ্ত, আরও চায় ..
কিছু নেতা মিথ্যে সেবায় জনগণ কাঁদায় ,
আমার ইচ্ছেরা তা শেখেনি
আমার শব্দেরা তা পারে না, আমি অসহায়..
একবিন্দু রঙ একবালতি জল রাঙায়
একবিন্দু সিঁদুরে কিশোরী নারীত্বের পূর্ণতা পায় ,
একফোঁটা বিষে প্রাণের সংশয় হয়
আমার কিছু শব্দরা সঙ্কুচিত হয়ে রয়।
কিছু অন্ন নিরন্নের উদর ভরিয়ে দেয়
কিছু স্বপ্ন জীবনের প্রাপ্তি দিতে চায় ,
কিছু ভালোবাসা আশার ব্রহ্মান্ড গড়ে দেয়
আমার শব্দরা আমায়………
নিঃসঙ্গ নিরালায় নিয়ে যায়।


6 Comments
Anonymous
কিছু শব্দরা বিদ্রোহী হতে চায়,
কিছু শব্দরা সত্য কথাটি বলতে চায়।
কিন্তু সত্য কথাটি বলতে মানা,
এটা আমাদের অনেকেরই জানা।
শুভেচ্ছা কবিকে।
অমল দাস
অশেষ ধন্যবাদ বন্ধু আপনাকে
Anonymous
অসাধারণ
অমল দাস
ধন্যবাদ
Anonymous
‘আমার শব্দরা’ নয় তোমার একার
মিলেমিশে হয়ে গেছে একাকার
শব্দ গাঁথার কবির অলঙ্কারে
পূর্ণ হয়েছি নীরব অহংকারে
alapimon
অশেষ ধন্যবাদ আপনাকে – অমল