বঁধু

বঁধু
-রূপকথা ঘোষ

 

 

তুমি আঁধারে মোমের আলো,

নিশীথে তারা হয়ে জ্বলো।

পূর্ণিমার সোনা বিধু,

অন্ধকারে জোনাকি শুধু।

তোমার চোখে আছে কি জাদু!

বলবে কি তা আমায় বঁধু?

তুমি যে গন্ধপুষ্পের মধু,

হৃদয়-কাননে ঝরো শুধু।

হয়েছ মন বিরহ বিধুর,

চলে এসো কেটে যাক সুদূর।

জাগালে স্বপ্ন কতশত,

দুটি চোখ প্রেমস্নাত।

তুমি যে গো আমার হবে,

বল না একবার সেদিন কবে?

চাঁদ হাসবে,ফুল ফুটবে,

কাটবে নিশি, অলি জুটবে।

দিলাম তোমায় রজনীগন্ধা,

দিনশেষে রাতের তন্দ্রা।

Loading

Leave A Comment