প্রিয় কবিতারা
-সানজিদা শোভা
প্রিয় কবিতারা ভীড় করে…
মস্তিস্কের আনাচে কানাচে।
ফোটায় নীলকমল যন্ত্রনার অভিলাষে,,,
নির্মলতা ছোঁয়ায় ভালোলাগার…
কামনার বাসনা জাগায়,,,
কখনো বা উম্মাদনায় মাতায় মাতাল নৃত্যে।
কখনো বা অযাচিত ভাবে ফুটে ওঠে ভালোবাসা গুলো..
কখনো বা রাগ-ক্ষোভ – অভিমান
লুকিয়ে থাকা সুর,,,,
ভালোবাসার গান।
প্রিয় কবিতা,,,
কখনো তুমি বর্ষার মূখরিত প্রাণ ,,,
কখনো বা চৈত্রের তৃষ্ণার দাহ প্রাণ।
বেঁচে থেকো প্রিয় কবিতারা
মাঝে মাঝে দেখা দিয়ো,
অভিমানের ছলে,,,, ভালোবাসার শত হাজার রাঙা রঙ এ
ভালো থেকো প্রিয় কবিতারা…
আমার অন্তিম যাত্রারও পরে।