মন  মাঝি

মন  মাঝি
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আমার মন – ডিঙার দাঁড়, দিলাম তোমার হাতে ,

তুমি বায়বে ?
ছলাৎ ছলাৎ চলব আমি ,তোমার
ভাটিয়ালি সুরের ছন্দে ।

নদী থেকে নদী পার হয়ে যাবো দুজনে,
মাঝ দরিয়ায় নোঙর বেঁধে__
পূর্ণিমা রাতে যখন তুমি জ্যোৎস্না স্নানে মগ্ন ,
আমি দেব তোমায় -আমার হৃদয়ের রক্তিম ভালোবাসা___চাঁদের লালাভ আভায়।

ভাসতে ভাসতে পৌঁছে যাবো মোহনায় ।
স্বপ্নিল চোখে মগ্ন হয়ে দেখব সঙ্গমের মূহুর্ত !!
জোয়ার -ভাটা ,তুফানে ছেড়োনা সাথ ।

জীবনের সায়াহ্নে তীরে এসে যখন_
ভিড়বে মোদের তরী,
আঁজলা ভরে ঝিনুক দেব তোমায় ।
মুক্তো খুঁজে নিও ,
যদি পাও ——দেখবে ঐটাই
আমার মন ।।

Loading

One thought on “মন  মাঝি

Leave A Comment