বৃথা আশা
–রীণা চ্যাটার্জী
প্রশ্ন করো প্রশ্ন রাখো নিজের কাছে
স্বার্থচিন্তা ছাড়া তোমার আর কি আছে?
বদলের হাওয়ায় দাও সত্ত্বা ভাসিয়ে..
সমাজ নয়, ব্যস্ত দায় শুধু নিজেকে নিয়ে?
চেয়ে দেখো দেখো চেয়ে নিজের চোখে
ধর্ম কেমন মাতছে আজ রাজনীতির ঝাঁকে!
বাড়ছে মানুষ, মারছে মানুষ ! ধর্মের দোহাই,
তুমি শুধু ভাবো বসে নিজের কথাই।
ভাবছো বুঝি ভাবছো বসে নিজের মনেই,
আমি থাকি আমার মনের সঙ্গোপনে,
কালের চাকা ঘুরে যদি অন্য দিকে ধায়
লুকিয়ে রাখা নিজেকে নিয়ে তখন অসহায়।
সুখে মাতো সুখে থাকো নিজের সাথে
সবকিছু যাক রসাতলে অবক্ষয়ের পথে,
তুমি থাকো তোমার মতো নিজের রসেবশে,
একটু ভেবো, তোমার ক্ষয়ে পাবে কাকে পাশে!
তর্ক করো তর্ক করো মনে প্রাণে
তুমিই ঠিক,সবাই বেঠিক প্রশ্ন ক্ষণে
স্বার্থ, সত্ত্বা ডানা মেলুক মনে তোমার,
আবেগ, বিবেক বৃথা ভাবনা সব থাক আমার।।
খুব সুন্দর উপস্থাপন করেছেন।
খুব সুন্দর উপস্থাপন করেছেন