পারলে ফিরিয়ে দিয়ে যা
-ছন্দা সাঁতরা
সব কিছু তো নিয়ে গেলি,
শিশির ভেজা নরম সকাল,
উদাস করা একলা দুপুর,
গোধূলি আলোয় ভেজা একটা বিকাল,
চাঁদের সাথে কথা বলা সবকটা রাত।
দিয়ে গেলি -একা হওয়ার
বিষণ্ণতা ,
মন খারাপের ব্যাকুলতা ,
উদাসী বাতাসের একটি খোলা জানালা,
প্রথম বৃষ্টিতে ভেজার উষ্ণতা।
তবু রয়ে গেছে, তোর ছোঁয়া,
তোর চোখের দৃষ্টি,
আর হাজারো অনুভূতি।
এসব তুই নিয়ে যা,
পারলে ফিরিয়ে দিয়ে যা
আমার মন,
যা শুধু আমার ছিল।