মনের জানালা

মনের জানালা
-সুচিত্রা চক্রবর্তী

 

জানো স্মৃতির জানালা খুলে গেছে বসন্তের পঞ্চমীতেই,

আগুনজ্বলা ফাগুন যখন হাতছানি দিয়ে ডাকে,

তুমি ঢুকে যাও গোপনে মনের ঘরে,

নিশ্বাসে সতেজ হয়ে ওঠে কামিনী,

সুবাস ছড়িয়ে পড়ে বুকের আনাচে -কানাচে তোমার নিবিড় ছোঁয়া টের পাই।
তোমার জ্বালিয়ে দেওয়া মশাল,

আর তোমার পড়ানো শব্দ নূপুর আজো রিনিঝিনি বাজে,
তুমি কান পাতলেই শুনতে পাবে,

দু’বাহুর বন্ধনে পড়ানো মালা হৃদয় ছুঁয়ে বাড়িয়ে যায় জ্বালা।
কেনো এলে এতো অবেলায়,

গোছানো আলনা,আলমারি এলোমেলো হয়ে যাই কাছাকাছি বসলেই।
জানো গহনার বাক্স খালি,

আদল ছুঁয়ে বিষাদের জল ঝরে,মেঘলা মনে অকারণে বৃষ্টি নামে,

আমার মন খারাপের নৌকো একলাই শুধু নির্জনে বসে আপনমনে চলে খেয়ালী আলাপন।
ফুলেরা দল মেলে আকাশ উজ্জ্বল হয়ে ওঠে উজালা ছড়িয়ে পরে সবখানে তুমি কাছে এলেই,
তুমি বোঝো সব তবুও কেনো এমন?
আমার আপাদমস্তক জুড়ে আছো,

বাঁশির সুরের সাধনায় আমার ব্রত, তুমি জানো না?
টুনটুনির কতোটা আপন?

সুচিত্রা চক্রবর্তী

Loading

2 thoughts on “মনের জানালা

Leave A Comment