Site icon আলাপী মন

প্রেম কথা

প্রেম কথা
-শিবানী গুপ্ত

 

বলছে সুজন,আয়লো সজনী
নয়ন ভরে তোরে দেখি
ওষ্ঠে এঁকে অনুরাগের পরশখানি
সোহাগে ভরিয়ে রাখি

শরমলালিমা সব ঝেড়ে ফেলে
ছুটে আসে ত্বরা সজনী
“ভালবাসি প্রিয়,ভালবাসি বলে
বক্ষলগ্না কামিনী

প্রেমের সায়রে যায় ভেসে দোঁহে
মায়াময় এক অপরূপ মোহে
প্রকৃতি সুন্দরী কান পেতে রাখে
প্রেমের ধুন হৃদয়েতে মাখে

Exit mobile version