প্রতিধ্বনি
-রাখী সর্দার
তোমার প্রতিধ্বনি’…..
আছড়ে পড়ে বাঙালী মন
ও মননের সুতীব্র দেওয়ালে।
মাঝে মধ্যেই ঘুমিয়ে থাকা প্রাণে
ধাক্কা মারে অস্থির ‘বলাকা’।
গ্রীষ্মের গনগনে আঁচে পোড়া
বিক্ষিপ্ত হৃদয়ে শান্তির প্রলেপ
লাগায় বিরহী যক্ষ।
আজকাল বায়োস্কোপেও তোমার
সৃষ্টির মন্হন বেশ অনুভব করা যায়।
পৃথিবী কোনদিন চ্যাপ্টা হয়ে পড়লেও
‘তোমার প্রতিধ্বনি’ছড়িয়ে
পড়বে দিকে দিকে