Site icon আলাপী মন

লেখলিপি

লেখলিপি 
-রুদ্র প্রসাদ

 

ধীর পদসঞ্চারে সময়ের অমোঘ লয়সারণী বেয়ে,
দিনপঞ্জির পাতা উল্টে সবকিছু চলছে এগিয়ে ।
কালক্ষয় প্রতি পদে পদে, বন্ধুর পথ যে অচেনা,
কত কিছুই রহস্যে ঘেরা, রয়ে গেছে অজানা ।
সন্ত্রস্ত, আচ্ছন্ন সবই অশান্ত আবহের অনুপনে,
ঘনঘোর তমসাচ্ছন্ন নিশীথ আবৃত অতিগোপনে ।
জাত-ধর্ম-সাম্যের নেশায় ধ্বস্ত মনের বিকাশ,
সম্ভ্রম বিকিয়েই কুলীন, শালীনতার বহিঃপ্রকাশ !
ক্ষীণ থেকে ক্ষীণতর, ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু আয়ু,
জর্জরিত দূষিত হলাহলে নিষ্পেষিত শ্বাস বায়ু ।
চাহিদা প্রবল, স্বকীয়তা যে সব হারানোর সাজে,
স্তুপীকৃত জঞ্জালে আজ ফেরা কিসের খোঁজে !
অস্তিত্ব বিরাজে দেখ সুদূর পরাহত কষ্টকল্পসুখে,
বিগত স্মৃতিপট ভারাক্রান্ত ক্লান্তিতে আর দুঃখে ।
দুর্বার অশনি সদম্ভে গরজে মেঘের বাঁকে বাঁকে,
আপন প্রতারিত হয়ে চলে মিথ্যা ছলনার ফাঁকে ।
রিপুর আদিম তাড়নায় কিছু স্পৃহা অবদমিত ;
দিশাহারা অবরুদ্ধ পাখি সংকটে ভীত, শঙ্কিত ।
সুপ্ত বিবেক সংযমহীন লোলুপ লালসার ফাঁদে,
দলিত-মথিত গলিত ভ্রষ্ট আবেগ ডুকরে কাঁদে ।
তবুও ঔৎসুক্য চরমে, অসার অপেক্ষায় উন্মুখ;
মানসপটে যতনে লালিত স্নিগ্ধ প্রিয়জনের মুখ ।
উষ্ণতাহীন নগ্ন উগ্রতার তীব্রতায় দেহ মন ক্লান্ত,
স্নেহ-ভালবাসার শীতল সুহৃদ পরশে হবে শান্ত ।
সময়ের চাকা ঘোরে, চলবে সদাই আপন গতিতে,
কিছু কথা, কিছু ব্যথা, ভাস্বর অমলিন স্মৃতিতে ।
ছোট থেকে বড় হতে হতে নিঃশেষ হয়ে যাওয়া,
মিলিয়ে-মিলে হিসাবনিকাশ যত চাওয়া-পাওয়া ।
খুঁজে ফেরা সঠিক পথে একটু আলোর নিশানা,
সত্তা হারিয়ে উজান বেয়ে দেখা আপন ঠিকানা ।
নূতনের আগমনে আশা, মিটে যাবে আঁধারখানি,
ঘুচে যাবে যত দূরত্ব, বৈরিতা, স্ব-দ্বেষ আর গ্লানি ।
সাফল্য-ব্যর্থতার ভেদাভেদ ভুলে মেলাব সবারে,
সৌহার্দ্যের আলোক শিখা জ্বলবে হৃদমাঝারে ।
নূতনের সূচনা দিগন্তে সোনালি আভা সহকারে,
নূতন পাতায় লেখা হবে আচারে আর ব্যবহারে ।
আগামীর চিরন্তন আশায় উড়িয়ে নিজ ধ্বজা…,
নবারুণচ্ছ্বটায় আলোকিত, উদ্ভাসিত হবে শ্রীজা ।
উদিত ভানু জাগতিক রীতে হবে অস্তগামী সাঁঝে,
প্রেম-প্রীতির বইবে জোয়ার সবার মনের ভাঁজে ।
দোলাচলহীন, শুভ হবে সবার, এই হোক প্রার্থনা,
জীবনের খাতায় হল আরও একটি সনের সূচনা ।
সুখ-শান্তি-প্রগতি সাথে মিলেমিশে হোক কথা বলা,
সৌভ্রাতৃত্বের অঙ্গীকারে সুমধুর হোক সকলের পথচলা ।।

Exit mobile version