Site icon আলাপী মন

হৃদয়হীনা

হৃদয়হীনা
-দেবযানী গাঙ্গুলী

 

বর্ষশুরুর আলাপনে
মন মানে না ছন্দ বিনা,
জুঁই কামিনী কুঞ্জ সাজায়
বৈশাখী যে হৃদয়হীনা!

 

হৃদয় জয়ের আয়োজনে
পুষ্প পাতায় সজ্জিত —
নতুন খাতার মাঙ্গলিকে
লক্ষ্মী গণেশ বন্দিত ।

 

মহুয়া পলাশ মাতাল হলেও
গান ভোলেনি হাসনুহানা..
চৈতী দুপুর ঘূর্ণি হাওয়ায়
স্তব্ধ শুধু হৃদয়হীনা ।

 

একলা কোকিল সুর শোনালো
ফুল ঝরা কোন্ ডাল থেকে,
সপ্তকে সুর হাওয়ায় কাঁপন
আমমুকুলের ঘ্রাণ মেখে ।

 

ফুল ফাগুনের বিদায়ী দিন
বৈশাখী রোদ দেয় ঠিকানা,
জুঁই মাধবী সুবাস মেখেও
আনমনে চায় হৃদয়হীনা ।

 

হৃদয় খুঁজে ক্লান্ত কবি
গন্ধরাজও শ্রান্ত আজ,
অমল আলোয় দিগঙ্গনা
রক্তিমতায় ঢাকছে লাজ ।

 

কালবোশেখির দামাল সুরে
ওলটপালট সব নিশানা …
বর্ষশেষের চোখ ইশারায়
দেয় নি যে মন হৃদয়হীনা ।

 

মহুয়া যখন শেষের সোহাগ
তপ্ত হাওয়ার বঞ্চনা
বর্ষশুরুর আলিঙ্গনে
তুলবে কি মুখ হৃদয়হীনা!

 

দহন দিনেও ফুটল কুসুম
বৈশাখী আজ সুনন্দ,
নতুন বছর আলিঙ্গনে
হৃদয় জয়ের আনন্দ ।

Exit mobile version