সম্পাদকীয়

শুভেচ্ছাস্পর্শে বর্ষবরণ

শুভেচ্ছাস্পর্শে বর্ষবরণ

-রীণা চ্যাটার্জী

সুধী,

ফাগুন চৈতীর শেষ,ঋতুরাজের বিদায়ী বার্তা নিয়ে পঞ্জিকা মতে আজ গ্ৰীষ্মের আরম্ভ। বাঙালীর ‘শুভ নববর্ষ’। সুখ-দুঃখ, হাসি-কান্না, ভালো-মন্দ’র হাত ধরে আমরা পেরিয়ে এলাম একটি বছর। বড়ো মধুর, ভীষণ প্রিয়, আত্মার আত্মীয় নববর্ষ উৎসব আমাদের কাছে। গ্ৰীষ্মের দাবদাহের প্রারম্ভে একটি উৎসব পালন। বৈশাখ মাসের আর এক নাম আমাদের কাছে ‘রবি মাস’…শুধু কবিগুরুর জন্ম মাস নয়,
আমরা নববর্ষকে বরণ করি তাঁর অগণিত অমর সাহিত্য সৃষ্টির সম্ভারে। তাঁর রচিত গান, গল্প, আবৃত্তি আলাপনে মুখর হয়ে ওঠে আমাদের বর্ষ বরণ উৎসব।
পুরোনো বছরের সাথে দূরীভূত হোক অশুভ সকল রিপু…ভয়ভীতি, শঙ্কা, হিংস্রতা, শত্রুতা হারিয়ে যাক আমাদের দিনলিপির অভিধান থেকে। আত্মার শুদ্ধতায়, চেতনার জাগরণে, মনের শুভ দীপিকার আরতিতে প্রারম্ভ হোক শুভ পয়লা বৈশাখ ১৪২৫(1425)।
সকল সাহিত্যিক বন্ধুর রচনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, পাশে থাকার জন্য কৃতজ্ঞ আলাপী-মন। যে রচনা একাধিকবার পড়তে বাধ্য করেছে আমায়…’অনুকরণ‘, ‘ক্ষুধার মাতৃভাষা‘, ‘বলি‘, ‘অথঃ দ্রৌপদী কথা‘, ‘যান্ত্রিক‘, ‘প্রতিশ্রুতি‘, ‘চৈতি হাওয়া‘, ‘লজ্জা‘, ‘ইচ্ছে তর্পণ‘, ‘আমার শব্দরা‘…আরো বেশ কয়েকটি। ছোটোবেলা ফিরে এসেছে ‘রামধনু রঙ‘ -এর হাত ধরে।
আলাপী-মনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা সকল স্বজন সাথী ও সুহৃদকে। কুশল কামনা সবার জন্য।

Loading

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>