অণু কবিতা

নয়নের অসুখ

নয়নের অসুখ
-আত্রেয়ী নন্দ

 

 

দ্বিচক্রিকা_____

একটা মোটর
একটা বাই;
গতি বেগের তারতম্যে
পিছু থেকে যায় ললনার হাতছানি।

উত্তল অবতল লেন্সে
যতটুকু ধরে রাখা যায়
ততটুকুই নয়নের সুখ
অথবা অসুখ।

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page