রঙবাহারে মুখ

রঙবাহারে মুখ
-বিকাশ কুমার মাইতি

 

মানুষ নামে মুখ উজ্জ্বল
কনক উজ্জ্বল নিখাত গুণে
মনের হাব-ভাব মুখে ভাসে—
মনের ভাষা মুখে মুখে মুকুট উজ্জ্বলে
ভালো-মন্দে বদন ম্লান;অম্লান..

 

মুখে কারুকার্য হয় জন্মান্তে
ফেশানে কারুকার্য সুন্দর কক্ষে
ঐ মুখে মুখোশ আছে,এক পলক আড়াল হলে
পষ্ট হয় অন্যের অসতর্ক,অসচেতন সভাবে
জন্ম শ্রী মুছে আপন শ্রী ধরে
ছাইপাস মেখে মুখ মুখোশে অভিনয় করে|

 

মুখের কত শত গুণ, এক এক জনে
দেখে আকৃষ্ট পিছু ধায় , ফাঁদে জীবন রুদ্ধ
ধ্বনি ঝংকার নানা স্বরে, মৃদু-বজ্র-গোঙানি
শ্রী দেখে মন আকাশ পরী; ডানা ঝাপট হৃদয় তরী
কত উপোষ নীরবে, চকমকিও তার গতি
নদী বান কৃষ্ণ বর্ণালি উচ্ছল ডালি–

 

মুখ চক্ষুতে দগ্ধ-দঙ্গল-বন্দি-সাক্ষ্য
আরো কত শত কটাক্ষ মুগ্ধ ছবি-
বরফ গলা উষ্ণকাজল বেড়ার ভাঙ্
শত আকৃতি দিনে আগম,মিলন,মুছন
ললাট বিনা মুখ কুজ্ঝটি বে’ভ-মন।

 

মুখ মুখে উজ্জল অলং ;আয়নায় প্রতিফলন
জীবন-মরণ শ্রী চল,শ্রী বয়স কলম
খাদ্য-শ্বাস গ্রহণ, রোধ কাল স্রোতে–
সত্য-মিথ্য কলঙ্ক লেপ-লেপন সবে
মরণে ঐ মুখে অগ্নি-মাটি সর্বাগ্রে
ওখানে শেষ ভেদ রেখা মোছে|

Loading

Leave A Comment