অভিযাত্রী
-নীলোৎপল সিকদার
পথ রুদ্রসন্ন্যাসী- অজানা গন্তব্য,
পিঙ্গল সময় কেটে তবু চলতে হয়,
জীবন ক্ষমাহীন-উদরে আগুন!
পায়ের তলায় মিশকালো মাটি
এবরো থেবরো নুড়ি বিছানো,
হেরে গেলে জীবন বিপদ সঙ্কুল
সংগ্রাম মুখর প্রতিটি দিন।
পৃথিবীতে কেউ কারো নয়,
ছদ্ম আবরণে মোড়ানো সম্পর্ক গুলো
মুখ আঁধার মুখোশের আড়ালে ঢাকা।
জীবনের রুক্ষ লেনের বাঁকে বাঁকে নিষ্ঠুরতার পিলার,
মানুষ আত্ম স্বার্থের কাঙ্গাল,
শুধু রহস্যময় নিয়তির কাছে
কাল্পনিক আশ্রয়ে সান্ত্বনা খোঁজা…