Site icon আলাপী মন

মনে পড়ে

মনে পড়ে
-পাপিয়া ঘোষ সিংহ

 

জানিস তোকে আমার খুব মনে পড়ে,
তোর মনে পড়ে আমাকে?
মনে আছে, তুই আর আমি মুখোমুখি –
কলেজ ক্যান্টিনে, চায়ের কাপের ধোঁয়ার-
উত্তাপ আমাদের মনে ।

কলেজ মাঠে, অফ পিরিয়ডে পাশাপাশি,
কালবেলা, কালোভ্রমর,ব্যোমকেশ, ফেলুদা –
আর সমাজ গড়ার স্বপ্নে বিভোর দুজন ।

তখন ছিল স্বপ্ন, ব্যস্ততা, ভালোলাগা,
তখন ছিলি তুই, ছিলাম অামি কাছাকাছি,
আজ আমাদের দূরত্ব হয়তো –
এক আলোকবর্ষ!!

তোকে আজকাল খুব মনে পড়ে,
আমার কাছে আজ কোনো স্বপ্ন নেই ।
ভেজা বালিশে মুখ গুঁজে –
জেগে থাকা রাত,
পূর্ণিমা আসে না আমার ঘরে ।
কংক্রীটের চার দেওয়ালে আবদ্ধ জীবন,
আমার রক্তকে আন্দোলিত করে না –
-কোনো স্লোগান –
একদিন তোর বক্তৃতা বিভোর হয়ে শুনতাম ।

এখন ‘চে’ ‘ফিদেল ‘ ‘ সাভেজ’ ‘কাকাবাবু’,
কেউ ঝড় তোলে না আমার মনে,
এঁদের কে চেনা যে – আমার,
তোর কথায়, তোর গানে।
তোর তবলার তালে, আমার হেঁইসামলো সুর,
তোর সাথে মিছিলে হাটা, মাথায় প্রখর রোদ্দুর ।

এখন আমি একলা ঘরে, ভবিষ্যতের পুঁজি জমায়,
প্রাণহীন বর্তমানের পরে ভবিষ্যৎ আসে কি?

তুই কি আগের মতোই আছিস?
মনে পড়ে আমাকে?

Exit mobile version