Site icon আলাপী মন

মোমের আলো

মোমের আলো
-বিকাশ কুমার মাইতি

 

আলো তুমি আর আমি
ঘুম ঘুমন্ত দীপ শিখা
কত প্রহর সুপ্ত চাওয়া পাওয়া

তুমি প্রজ্জ্বল আমি দিশা হারা
মোমবাতি ঘরে তন্দ্রালুতা,
জেগে কয়েক জোনাকির আলো
দূষণে মুছে গেল—
তবু জেগে প্রহর গোণা

আছো আলোর ঘুমে
বোধ এখন জলাভূমির জল শয়নে
তবু তুমি আলো জ্বাললে
ধোঁয়াশায় আমি তোমার বুকে মৃত প্রায়

 আলো এলো, জ্বল না সুপ্ত ঘুমে
ঝিমিয়ে কাঁদে
বালি’শ চাইলাম নধর নধর
তোমাকে চাইলাম না,তোমার করে–
চেয়েছি আপন করে

নষ্ট আজ, আলো রুদ্ধ ঘরে
শেষ আশায় বসে
এসো আলোক ছন্দে
পদ ধ্বনি হতে–

এবার দেখি, তোমাকে তোমার করে
মোমবাতি জ্বেলে স্নিগ্ধ পরশে
তুমি জেগে থাকো নবজন্ম জন্মের বুকে
থেকো যুগ যুগ ধরে ঐ আসরে

মরণে তোমার বুকে অপেক্ষায়
সমাধি তব মোর বুকে
শেষ সান্ত্বনা তোমাতে আমি মিশে
এই অন্ধকার সমাজ আড়ালে থেকো
উজ্জ্বল হয়ে, অবোধ সন্তানের বক্ষে|

Exit mobile version