Site icon আলাপী মন

টিনের তরোয়াল হলেও

টিনের তরোয়াল হলেও
-সোনালী মণ্ডল আইচ

 

সবসময় হাতে কিছু রইল
তারপর যোগ বা বিয়োগের সময়ে
জীবন শত ভাগ সইল

তিথি যোগ পক্ষ সরে
পূব হতে পশ্চিমে চাঁদের পায়চারি
প্রতিপদে ভোগ যক্ষ জ্বরে

রূপের প্রলেপে জ্যোৎস্না ঝলমলে
একথালা গাঢ় হলুদ উপচে উঠে
বিরহ বিষে বুক জ্বলে

বাজনা তখন কী অক্লান্ত
সুর তার বিষণ্ন বেহায়া আর মিষ্টি
ফাঁক ফোঁকর স্পষ্ট অশান্ত

মুঠো মুঠো বাঁটের ধারা
এক মনকেমন করা দিব্য মূর্ছনায়
হৃদয় মন্দির জুড়ায় কেদারা …

Exit mobile version