চলে যাবার আগে
-তমালী বন্দ্যোপাধ্যায়
একই ছায়াপথ ধরে চলে যেতে হয় বলে,চলে যাবো।
আমি,তুমি,আমরা সবাই।
একই পথ ধরে।
কিন্তু যাবার আগে দু’টো প্রশ্ন,
আমরা কি মানুষ?
আমাদের মনে কি ভালোবাসা আছে?
যদি তাই হয়,
তাহলে চলে যাবার আগে,
বেঁচে থাকার স্বল্প সময়টুকুতে,
একই প্রেমের সুর বেজে উঠুক মনের বাঁশিতে,
সকলের মনে।