Site icon আলাপী মন

তারুণ্যের স্পর্ধা

তারুণ্যের স্পর্ধা
-তন্ময় সিকদার 

 

 

কোন এক কালবৈশাখীর আগে
যে সন্ধ্যায় প্রচন্ড আওয়াজে
কিছু তরুণ চিৎকার করে গান গেয়েছিল,
সে সন্ধ্যা মলিন হবার নয়।
ঝড়ের দাপটে মরে যাওয়া সে সন্ধ্যাই
দেখাবে অজস্র জ্যোৎস্না রাত,
দেখাবে অজস্র চাঁদের বিকিরণ।
তৈরি করবে অজস্র ইতিহাসের বাতিঘর,
পাল্টে যাবে তরুণরা , বদলে যাবে ঝড়ের গতিবেগ
শুধু পাল্টাবে না তাঁদের চীৎকার , তাঁদের আওয়াজ
তাঁদের গানের অন্তরা আর তাঁদের সংগ্রামের স্পর্ধা।
চির শাশ্বত তারুণ্য বেঁচে রবে ঈশ্বর এর মতো মহীয়ান হয়ে
বিদ্রোহের মশাল হয়ে কালবৈশাখী রাতে তীব্র সংগ্রাম এর আগুনের ফুল্কিতে।

Exit mobile version