ছন্দপতন

ছন্দপতন
-শিবানী গুপ্ত

 

 

হলুদরঙ প্রজাপতি ছাপ চিঠিটা
এখনও  টেবিলে!
একরাশ স্বপ্ন শ্যামলা মেয়েটির
কালো চোখে কাজল টানে
বাসন্তী রঙ তাঁতের শাড়ি —
কপালে টিপ্ , হাতে- মেহেদীছাপ, আলতা পরা পা
খুশির রোশনাই উছল মুখে শরমের লালিমা।

লোকজনের আনাগোনা, আত্মীয়ের কলকন্ঠেউলুধ্বনি ,

পুরুতের মন্ত্রোচ্চারণ, আশীর্বাদ, মিষ্টিমুখর পরিহাস —

কথকতা , চব্য – চোষ্য আপ্যায়ণে-
মঙ্গলাচরণ পর্বের সমাপ্তি- সামিয়ানা ওঠে।
সাজসজ্জা, অলঙ্কার, বেনারসীর জৌলুস,

ভাঁড়ে ভাঁড়ে আসা নানা জিনিষপত্তরে,

দুরাগত কুটুম্ব সমাগমে-

গমগম বিয়েবাড়ি গীতবাদ্যে মুখর-
সহসাই  ছন্দপতন!

পারিপার্শ্বিক চিত্রনাট্য আমূল বদলে গেছে-
কে যেন অলক্ষ্যে রাশ্ রাশ্
আলকাতরা ঢেলে দিলো –
নিমেষে রক্তহীন বিবর্ণ মমি স’ব।

যে বাড়িটা-

দু’দিন পরে বিয়ের সাজে সেজে ওঠার কথা !
যে বাড়িটার –
ভাঁড়ার ভ’রে অফুরন্ত আশা, আর সাধের তৈজস !

সে বাড়িটার-
ঘুপচি চিলেকোঠার আঁধারে-
শ্যামলা মেয়ের কালোচোখে – স্বপ্নের বদলে বোবাকান্না!

নিঠুর ঘাতকের থাবা ছিনিয়ে নিয়েছে-

ভাবী স্বামীর প্রাণস্পন্দন  সড়ক দুর্ঘটনায়।

নিশিভোর তার স্বপ্ন পুড়ে পুড়ে
ছাই হতে থাকে,
শ্যামল অঙ্গ ক্ষীণতর ক্রমশঃ
দহনের তীব্রতা বুকে।

আশ্চর্য্য! হলুদরঙ প্রজাপতি ছাপ চিঠিটা
এখনও -টেবিলে !!

Loading

One thought on “ছন্দপতন

Leave A Comment