সুপ্ত
-নীলোৎপল সিকদার
হাটখোলা পেরিয়ে নদী বরাবর চলি
পার হয়ে আসি শ্মশান ঘাট,
গ্রামের বুড়ো শিবতলা, পদ্মপুকুর,
পশ্চিম পাড়ার জামে মসজিদ,
প্রাচীন গোরস্থান,
মাঠের পরে মাঠ সবুজে সবুজ…
এ বাংলার রূপ শ্যামল সুন্দর,
মিঠা নদীর জল-মধুমাসে মধু ফলের মৌ মৌ ঘ্রাণ,
পাতে পাতে মাছ ভাত বাঙালি মেন্যু…
ঈদ পূজা পার্বন- রাখি বন্ধন আরো কত কি…
নরম মনে সুপ্ত শুভবোধে তাড়িত মানুষ
কাঁধে কাঁধ বুকে বুক হিন্দু মুসমান
মিলেমিশে আছে তারা বেশ…
জারিশারি,ভাটিয়ালী কীর্তন,মুর্শিদী
সবই বাংলা আর বাঙালির প্রাণ
হৃদয়ে হৃদয়ে আছে সুপ্ত-কত মধুর অনুভূতি
চির মহান উদার বাঙালি জাতি।