Site icon আলাপী মন

ক্যাকটাস

ক্যাকটাস
-রুনু ভট্টাচার্য

 

 

দারুন আলাদা অভিমানী এই ক্যাকটাস।
যেন কোন বোবা রমণীর সখী ছিল দীর্ঘকাল
কিংবা আজন্ম শুধু দেখেছে আকাল
এ রকম ভাব-ভঙ্গী তার।
ধ্রুপদী আঙিনা ব্যাপী
কণ্টকিত হাহাকার আর অবহেলা,
যেন সে উদ্ভিদ নয়
তাকালেই মনে হয় বিরাণ কারবালা।

হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব
অথবা গিয়েছে দিন
এলোমেলো পরিচর্যাহীন এক রঙ্গিন কৈশোর,
নাকি সে আমার মত খুব ভালোবেসে
পুড়েছে কপাল তার আকালের এই স্বদেশে।
বোকা উদ্ভিদ তবে কি
মানুষের কাছে প্রেম চেয়েছিলো ?
চেয়েছিলো আর কিছু বেশি

Loading

Exit mobile version