
তোমার লাগি
তোমার লাগি
-অমল দাস
তোমায় নিয়ে ভাবছি আমি
লিখবো অনেক কাব্য,
তোমার সাথে ঘর বেঁধে আমি
চাঁদের দেশেই থাকবো ।
তোমার লাগি সবার সাথে
যুদ্ধ করে যাবো,
এক জনম নয় জনম জনম
তোমায় আমি পাবো।
তোমায় নিয়ে স্বপ্ন আমার
সঙ্গী তোমায় করবো,
তোমার জীবন রাঙিয়ে প্রেমের
ক্যানভাসে তুলে ধরবো।
তোমার ভালো তোমার মন্দে
সঙ্গে আমি রবো,
তোমার নামের সুর বেঁধে আমি
প্রেমিক বাউল হবো।
তোমার রূপ সাগরে যাবো
ডুবে মরার জন্য,
তোমার কোলে মৃত্যু দিয়ে
করো আমায় ধন্য।


2 Comments
Anonymous
sundor
alapimon
ধন্যবাদ