প্রেম
-সায়ন্তনী
নাকের ডগায় প্রেম উঠেছে গোলে
ঠোঁটের পাশে চাপা হাসির রেশ,
এ শরীরের স্পর্শকতার টানে
মেঘবালিকার হালকা কালো কেশ।
একফালি রোদ সরায় মিঠে হাওয়া
ভালোলাগা আলতা মাখি পায়,
নিবিড় এক আকাঙ্খাতে হিয়া
প্রাণের মাঝে রবীন্দ্র গান গায়।
চোরাবালির সুদূর অতীত ঘাটে
জীর্ণ শরীর প্রেমেরি হাত সেঁকে,
মনের ন্যায় কণ্ঠ সহজাত
বিদায় বেলায় অতীত ছবি আঁকে।
আমি কেবল পাশ ফিরিয়ে খাটে
শোয়ার বেলায় শরীরটুকু নয়,
চুলের মাঝে বিলি কাটার ছলে
উন্মাদনা রক্ষণশীল হয়।
তুমি জড়িয়ে নিও তোমার গালে
সোহাগী আদর মাখা গরদ,
পুরনো উলের গন্ধ জাগায় নিশি
উত্তেজনায় কাঁপায় তাপের পারদ।
কাল ফির ডুববে নীহারিকা
ভুলেই যাবে তোমার সকল আজ,
পাশের বালিশ জাপটে ধরে আমি
দুচোখ ভরে ঢাকবো আমার সাজ।
তবুও নাছোড়বান্দা অকপটে
কলম চালাই চাতক হয়ে পাখি,
একবার তো ফিরতে তোমায় হবেই
ভালোবাসার ছোঁয়া গায়ে মাখি।