Site icon আলাপী মন

ভাঙ্গা সময়

ভাঙ্গা সময়
-নীলোৎপল সিকদার 

 

উড়ন্ত দুর্দশা আকাশ থেকে
হেঁটে হেঁটে নেমে এসে
আসনপিঁড়ি হয়ে ঠায় বসে আছে
ঘরটি দখল করে…

হাঁটুমোড়া অনুরোধ বারবার প্রত্যাখ্যাত
যত বলি- দুঃসময় তুমি যাও যাও
তবুও তার কোন ভাবান্তর নেই
উঠে দাঁড়ানোর নামটি নেই…

বরফগলা তপ্ত দুপুর কেটে যায়,
নত বিকেল নরম রোদের সিঁড়ি বেয়ে
রাতের আঁধারে হারায়,
দুর্দশা তবু একই অবস্থায় থাকে,
জামায়-জুতায়-আসবাবপত্রে-পোষাকে,
শ্যাওলা পড়ার মত ইটের গায়ে
ঘরের সব কিছুতে…

পালকী পালকী ভাবনারা
রাতের স্বপ্নের মত দিবসে মুছে যায়,
প্রিয় রমনী ছেড়ে গেলে
ধূসর দুর্দশা আসে বালিয়াড়ি হয়ে…

Exit mobile version