Site icon আলাপী মন

আর নয়

আর নয়
-সৌরভ ঘোষ

 

এ মরমিয়া জ্বালা রাখি কোথা
কুলুঙ্গি, আলমারি বড়ই একরোখা
হাজার হাজার পাশবিকতায়
ভর্তি বাক্স প্যাটরা…
ঘর ছাড়তে হবে এবার
সময় ঘোর কাটাবার
যা দেখছি-
আসবাব গুলো চাপা বিদ্রোহী।
ধোঁয়া ভরা ঘরে অন্ধকার ঝরনা —
আর নয়, আর নয়
হয়েছে জানালা খোলবার সময়
দেখব নতুন সূর্যোদয়……

Exit mobile version