Site icon আলাপী মন

জন্মান্তরের আশা

জন্মান্তরের আশা

-রীণা চ্যাটার্জী

 

 

সমবেত চিন্তারা করে চীৎকার
নিঃশব্দে, কথা ব্যথা সব নিরুচ্চার
বিরানহীন দহন, অভিমান সয়ে সয়ে
ক্লান্ত, নিরাশার গ্লানিতে গেছে ক্ষয়ে।
নিরাকার, সুতীব্র অশ্রুর অভিমান
জমে আছে বুকে স্তর পলি সমান
থেকে যাবে, জীবনের অস্তাচলে
নীরবে, নিঃশর্তে গহন অন্তরালে।
মৃতপ্রায় হয়তো বা সকল অনুভূতি
অবহেলিত, হারায়ে মনের সকল দ্যুতি
বিবর্ণ,ধূলো মাখা এককোণে রাখা
জীর্ণ মন কুটীরে অস্পষ্ট ছবি আঁকা।
সকল অনুভবে আছে সুষ্পষ্ট নিপীড়ন
জানি বৃথা, তাই করি না আর অন্বেষণ,
অনুভব সুদূর পরাহত, যেন জলছবি!
চেতনের বার্তায় বিধুর রিক্ত প্রতিচ্ছবি।
সরে যাক দূরে এ জনমের সব হাহাকার
শুভ, মঙ্গলের আহ্বান শুনি যেন আবার
নিরাশারে দূরে ফেলি মনে রাখি ভরসা
জন্মান্তরে জানি হবে ‘পূরিত’,আশা।

Exit mobile version