ভালোবাসার সংবিধান
-রাখী সরদার (নন্দিনী)
রাষ্ট্রশাসনে ভালোবাসার সংবিধান যদি থাকতো!!
তাহলে
এত ধারায় অত ধারায় বিচার চলতো
কাটাছেঁড়া হৃদয়ের ডিভোর্স হতো
প্রতি সেকেণ্ডে।
দুরদর্শন অথবা খবরের কাগজে বিজ্ঞাপনী
বিভাগের দম আটকে যেত —-উকিলের নথীকরনে
বানিজ্যিক কাঠগড়ায় দাঁড়িয়ে থাকত ভালোবাসা।
কবরস্থানে একটি গাছেও ফুল ফুটতনা
উলুখাগড়া প্রাণ প্রতিদিন নেড়া বেলগাছে
ঝুলে থাকত।
কৃষ্ণসার মৃগ কখনোই সহবাসের চাদরে
মুড়ে নিতনা নিজেকে।
ভালোবাসা তুমি বিনিময়ের দাস হোয়না—-
অনুভতির কৌনিক মাঠে
হেঁটে যেও।।