আমিতো চেয়েছি

আমিতো চেয়েছি
-সুদীপ সিনহা

 

আমিতো চেয়েছি বাঁচতে খানিক, একলা
আজ তবু কেন এত হানাহানি,
ব্যার্থ আমার দিবস রজনী,
সূর্য উদয়ে বিষণ্নতার,নিরাশার মেঘে মেঘলা।

আমি তো চেয়েছি,ভরবে পৃথিবী সবুজে,
তবু অনাচার এখানে,
হানাহানি গান ,স্লোগানে,
মিথ্যে পৃথিবী ,ভরেছে অনেক অবুঝে।

আমিতো চেয়েছি,রচে যাবো গান শ্যামলের,
কেন এ হতাশা,কেন এ ক্লান্তি,
কেন অমানিশা ,কেন এ ভ্রান্তি,
মিথ্যে জীবনে,হিসাব কড়ি ও কোমলে।

কবে হবে প্রভু নতুন স্বর্গ রচনা,
নতুন চেতনা সুরেতে,
নয়কো সেদিন দুরেতে,
আসিবে মানব,প্রিয়সুখকুললোচনা।

Loading

2 thoughts on “আমিতো চেয়েছি

Leave A Comment