কে আসছে এবার

কে আসছে এবার
-বিকাশ কুমার মাইতি 

সব কথা যায় না বলা
সব অনুভূতি পায় না ভাষা|
বিকেল গড়িয়ে গোধূলি
তুমি আমি বসে ভাবি
সূর্য ডুবে ঐ সন্ধ্যা হল এই|
সব কথা যায় না বোঝা
অর্থ নয় চরিত্র দেখতে হয়|
মন দিলে, পাওয়া যোগ্য হতে হয়
শঠতায় ভালোবাসা বৃথা
মনের নীচ কামনার প্রকাশ|
প্রতিদিন অস্ত যায় পশ্চিমে-
আজ যা ধরা, কাল অধরা
যা অধরা , অধরাই থাকে
নয় অধরা ,  ধরা দেয় পশ্চাতে|
মোহের কামে ভুল হলে
অস্ত যাবে যমের দ্বারে
না ঘর-পর বাঁচাবে
স্বচ্ছতার বাঁধ তোমার কাছে|
বিপথ আছে পদে পদে
সব দায় তোমারও পরিবারের|
ছিন্ন-ভিন্ন দেহ দেখে সবাই জাগে
অনন্ত ঘুম ঐ দলে, সন্ধ্যা হলে
সূর্য গেছে অস্ত চলে|
রক্ষার কবচ হাতে রাখ সতর্ক হতে
বিপথ আসছে ধেয়ে; বেগ হতে গভীর বেগে
মার কোলজে ধরে,জব্দ করে
না পারলে কলঙ্ক চাঁদের দেহে|
সন্ধ্যা হল শয়তান জেগে
সজাগ হয়ে চল, না হলে ধরবে ঝোপে
উদ্ধার দেহ আলোর অপেক্ষাতে
দূষণ আছে অন্ধকার পথে|
তুমি আমি বসে ভাবি ঘরে
যে গেল আসবে কি ফিরে?
চিন্তায় বলে, ‘সুয্যু যাও দাঁড়ি’–
নয়তো কোণ অবালা যমের দ্বারে
কড়া নেড়ে ডাকে- ওঠ, ওঠ
আমি এলাম তোমাদের কাছে;
এখন পথে অনেকে আছে
তারা আসবে তারা হয়ে
ক্ষণিক পরে|

Loading

Leave A Comment